নিজস্ব প্রতিনিধি, বীজপুরঃ- কাঁচরাপাড়ায় দীর্ঘক্ষণ মহিলার দেহ পরে থাকার পর বীজপুর থানা ও এলাকার মানুষের উদ্যোগে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া রেল কলোনি সংলগ্ন এলাকার বাসিন্দা পূজা চৌহান। স্বামী সঞ্জয় চৌহান কে নিয়ে চার বছরের এক পুত্র সন্তান কে নিয়ে বাস করতো এই দম্পতি।

স্বামী-স্ত্রীর মধ্যে সংসারে প্রত্যেকদিন ঝগড়া অশান্তিরও লেগেই থাকতো। বুধবার রাতে আচমকা স্বামী সঞ্জয় ডান্ডার বাড়ি দেয় নিজের স্ত্রীকে। এমনই অভিযোগ মৃতার দিদির। তারপর বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ ঘরে মধ্যে পূজা দেহ পরতে থাকতে দেখা যায়। সেই খবর পেয়ে ছুটে আসে পূজার দিদি ও মা। খবর দেওয়া হয় বীজপুর থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। গৃহবধূর দেহ টি উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

এই ঘটনার পর থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী সঞ্জয় চৌহান। ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর দেহ নামিয়ে চলে যায় গাড়িওয়ালা। দীর্ঘক্ষণ রাস্তার পাশে পরে থাকায় বীজপুর থানার পুলিশ ও এলাকার মানুষজন তৎপরতায় সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।