Advertisement

নিজস্ব সংবাদদাতা, খড়দহ :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগ ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচি সফল রুপায়নে সাংবাদিক সম্মেলন করে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ বাড়াতে কর্মসূচি গ্রহন করল খড়দহ ব্লক তৃণমৃল যুব কংগ্রেস। বৃহস্পতিবার রাতে মুড়াগাছা ঘোষপাড়া রবীন্দ্র ভবন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে করলেন খড়দহ ব্লক তৃণমৃল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী।

প্রবীর রাজবংশী বলেন দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচির তৃতীয় পর্বে খড়দহ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ বাড়াতে সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিট দ্যা প্রেস র আয়োজন। আগামী শুক্রবার বিকালে পাতুলিয়া ডাঙাডিঙিলায় দিদিকে জনসংযোগ কর্মসূচি গ্রহন করা হবে। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রতি বাড়িতে বাজারে অভিযোগ ওসমস্যা প্রতিকারে মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বর ডিজিটাল কার্ড তুলে দেওয়া হবে। আগামীদিনে বন্দিপুর বিলকান্দা ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও এই জনসংযোগ কর্মসূচি গ্রহন করা হবে। সাংবাদিক সম্মেলনে বিলকান্দা ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ বন্দিপুর পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − two =