সুজয় মন্ডল, বসিরহাট :- “দিদিকে বলো” কর্মসূচি নতুনভাবে বাস্তবিক রূপ তুলে ধরলেন স্বরূপনগর পশ্চিম ব্লকের সভাপতি। আজ স্বরূপনগর ব্লকের অন্তর্গত মেদিয়া, দিয়ারা অঞ্চল সহ ছোট , মির্জাপুর তেপুল মির্জাপুর , স্বরূপনগর পশ্চিম ব্লকের সভাপতি নারায়ণ কর-এর হাত ধরে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সঙ্গীতা কর সহ তৃণমূলের বলিষ্ঠ নেতা কর্মীরা।
এদিনের কর্মসূচির নারায়ণ করের মূল উদ্দেশ্য ছিল শ্যামা মায়ের শুভ সূচনা কে সাক্ষী রেখে বিভিন্ন বুথ স্তরে জনসংযোগ বৃদ্ধি করার জন্য এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বাতাবরণ বৃদ্ধি করানো জন্য জনদুয়ারে প্রচারে সামিল হয়েছে। এছাড়া অন্য দিকে এনআরসি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই আতঙ্ককে প্রতিরোধ করতে সাধারন মানুষের মনে বিজেপি সরকার যে ভয়ঙ্কর ধারণা শরীরে প্রবেশ করিয়েছে সেই রোগ থেকে সুরাহা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এক ধাপ তার কার্যকলাপ এগিয়ে রাখবে এবং প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাবে এবং বাংলা থেকে এনআরসি বাহিত রোগকে উচ্ছেদ করে ছাড়বে তৃণমূলের কংগ্রেসের নেতা কর্মীরা।