পান্ডব গরাই, পুরুলিয়া :- পুরুলিয়ার জেলার মানবাজার বিধানসভার জিতুজুরি গ্রামে “দিদিকে বলো” কর্মসূচি পালন করলো । আজ দুপুর দুটো থেকে শুরু হয়। এই কর্মসূচি ঘিরে এলাকাবাসীর ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি মন্ত্রী সন্ধ্যারানী টুডুর। স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে রাজনৈতিক দলের হয়ে নয়, এই রকম কর্মসূচি যেন রাজ্য সরকারের স্বেচ্ছাসেবক দ্বারা

পরিচালিত হচ্ছে। এলাকার উন্নয়ন কিভাবে করা যায়। দিদির অফিসে কিভাবে ফোন করা হবে। এসব নিয়ে বিশদে আলোচনা করেন মানবাজার বিধানসভার বিধায়িকা তথা মন্ত্রী সন্ধ্যারানী টুডু। সাধারণ মানুষ থেকে স্কুল শিক্ষকেরাও যোগদান করেন কর্মসূচিতে। সরকারের এই কর্মসূচিকে সাধুবাদ জানান এলাকার মানুষজনেরা।