সনাতন গরাই, কাঁকসা :- প্রতিবছর খাবারের খোঁজে শীতের সময় ঝাড়খণ্ড থেকে বাঁকুড়া হয়ে দুই বর্ধমানে দাঁতালের দল আসে। আর এই দাঁতালের তান্ডবে অতিষ্ট হয়ে পড়ে চাষীরা।কখনো কখনো দাঁতাল হাতির রোষে পরে মৃত্যুর মুখে পড়তে হয়েছে দুই বর্ধমানের সাধারণ মানুষ থেকে বনকর্মীদের।
দাঁতালদের তাণ্ডপ রুখতে এবার বর্ধমানে ১০লক্ষ টাকা ব্যয়ে ৪টি ওয়াচ টাওয়ার সামনের নভেম্বর মাসেই চালু হতে চলেছে। কাঁকসার জঙ্গলেও বসেছে একটি ওয়াচ টাওয়ার।ওয়াচ টাওয়ার গুলির উচ্চতা ২০ফুটের বেশি। বনদপ্তর সূত্রের খবর কাঁকসার গড় জঙ্গলের এই ওয়াচ টাওয়ারটির মাধ্যমে একদিকে যেমন দাঁতালদের তাণ্ডপ রুখা যাবে অন্যদিকে জঙ্গলের চোরা কারবার বন্ধ করা যাবে। এছাড়াও জঙ্গলে আগুন লাগানো বন্ধ করা যাবে। প্রত্যেক বছর শীতের সময় ট্রেনিং করতে আসা অ্যাডভেঞ্চার টুরিস্টরাও এই ওয়াচ টাওয়ার ব্যাবহার করতে পারবে।জঙ্গলের মধ্যে টুরিস্টদের কোনো সম্যসা হলে এই ওয়াচ টাওয়ারের মধ্যে তা অনায়াসে দেখা যাবে।এছাড়াও পর্যটকরা এই ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের দৃশ্য এবং জঙ্গলের জীবজন্তুদের দেখতে পারবে।