অলোক আচার্য, বারাসত :- কলকাতা প্রিমিয়ার এ’র জন্য আই লিগ জয়ী মিনার্ভার বিদেশি ডিফেন্ডার এরিক দানোকে দলে নিচ্ছে তারা। ক্লাবের সভাপতি সুখেন মজুমদার বলেন, ” এরিক আগের বছরই আমাদের দলে ছিল। চোটের কারনে খেলতে পারেনি। এবছর ও আমাদের দলে না খেললে ওর ছাড়পত্র নিয়ে সমস্যা হয়ে যেত। তাই ও ফিরে এসেছে।”এরপর তিনি আরও বলেন, “শুধু মাত্র তৃতীয়, চতুর্থ জন্য নয়। ইস্টবেঙ্গল, মোহনবাগানকে টক্কর দেওয়ার জন্য বড় দল গড়ছি।”
অন্যদিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার লালমপুঁইয়াকেও কলকাতা লিগের জন্য সই করাল রেইনবো। এক সময়ে বাইচুংয়ের থেকে বেশি সম্ভাবনাময় ছিলেন তিনি। বাইচুং-ব্যারেটোর জন্য মোহনবাগানে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে হতাশায় ভুগতেন। এই হতাশাই আসতে আসতে শেষ করে দেয় তাঁকে। নিজেকে আর মেলে ধরতে পারেননি এক সময়ের এই প্রতিশ্রুতিমান ফুটবলার।
এবিষয়ে লালম জানান, “এটা আমি ফিরে আসার মঞ্চ হিসাবে দেখছি। আমার বিশ্বাস পুরোনো ফর্ম ফিরে পাব আমি।”