অলোক আচার্য, দমদম :- লোকসভা নির্বাচনে ডান-বাম গেরুয়া শিবিরকে পিছনে ফেলে জোরকদমে নির্বাচনী প্রচারে ব্যস্ততা তুঙ্গে শাসক দলের প্রার্থীরা। দমদম লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় নির্বাচনী প্রচার সারলেন দমদম পুরসভার ৩,৫ও ৬নং ওয়ার্ডে সোমবার। হুড খোলা জিপে চড়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু,দমদম পুরসভার পুরপ্রধান হরিন্দর সিং,উপ পুরপ্রধান বরুণ নট্ট,প্রাক্তন পুরপ্রধান সজ্ঞীব চন্দ, পুরপারিষদ সদস্য রিংকু দে দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে বিরাট শোভাযাত্রা এলাকা পরিক্রমা করেন। দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় অধ্যাপক সৌগত রায় তীব্র দাবদাহে উপেক্ষা করে প্রচার সারছেন। মানুষের কাছে ভোট ভীক্ষা প্রার্থনা করছেন। রাস্তার মোড়ে ধারে আবার কেউ বা বাড়ির ছাদের উপর থেকে হাত নেড়ে দুহাত তুলে করজোড়ে আশীর্বাদ করেন সৌগত রায়কে। পথ চলতি সাধারন মানুষেরা কেউ বা সৌগত রায়কে গলায় মালা পরান অভিনন্দন জানালেন। পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে প্রার্থনা করলেন এলাকাবাসীরা। অধ্যাপক সৌগত রায় জয়ের লক্ষ্যে একশ শতাংশ নিশ্চিত। এলাকাবাসীর পাশে থেকে কাজ করেছি। মানুষের ঘরে দরজায় কড়া নেড়ে দুহাত করজোড়ে ভোট চাইছি। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। মিছিলে কর্মীদের শ্লোগান বাংলায় তৃণমূল ৪২এ৪২,মা বোনেরা বাধল জোট সব ভোট জোড়া ফুলে। দমদমে আবার ও সৌগত রায়। মন্ত্রী ব্রাত্য বসু বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আশীর্বাদ দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হবেন।