সংবাদদাতা, বারাসাত :- ভোট পরবর্তী অশান্তির মধ্যেই এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর কদম্বগাছির গোয়াখালি এলাকা থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।জনবহুল এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একটি গামছায় জরানো অবস্থায় বোমাগুলো পড়েছিল। স্থানীয় আফতাব মোল্লা ওরফে রিঙ্কু নামে এক যুবকের বাড়ির পাশ থেকে ওই তাজা বোমাগুলো উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ।বোমা রাখার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,আজ দুপুরে স্থানীয় এক মহিলাই প্রথম দেখতে পান, গোয়াখালির বাসিন্দা আফতাব মোল্লা ওরফে রিঙ্কুর বাড়ির পাশে একটা গামছায় করে কিছু একটা রাখা আছে।সন্দেহ হওয়ায় স্থানীয় ওই মহিলা গামছা খুলতেই ছয়টি তাজা বোমা দেখতে পান। এরপরেই বোমা উদ্ধারকে ঘিরে উত্তেজনা তৈরী হয় গোয়াখালি এলাকায়।ক্ষোভ গিয়ে পড়ে আফতাবের ওপর।স্থানীয়রা তাকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি,ওই তাজা বোমাগুলো উদ্ধার করে দত্তপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। থানার আই সি মানস কুমার সরকার বলেন,” আফতাবের বাড়ির পাশ থেকে ওই ছয়টি তাজা বোমা উদ্ধার হয়েছে। আমরা ধৃতকে জেরা করে জানতে পেরেছি, আফতাব মোল্লা ওরফে রিঙ্কুর কয়েক জন বন্ধু থাকে শাসনে।এরা পরিকল্পনা করেই ওই বোমা গুলি মজুত করেছিল।বাড়িতে বোমা রাখার অভিযোগে অাফতাব মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে”। তিনি আরও বলেন,”মনে করা হচ্ছে কোনও অপরাধ সংগঠিত করার জন্যই আফতাব ও তার বন্ধুরা বোমাগুলো মজুত করেছিল। আফতাবের বাকি সহযোগীর খোঁজে তল্লাশি চলছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।