সানওয়ার হোসেন, দঃ ২৪ পরগনা :- তৃণমূল কংগ্রেসের দক্ষিন ২৪ পরগনা জেলার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদার-এর নেতৃত্বে “দিদিকে বলো” কর্মসূচি হল সোনারপুর উত্তর বিধানসভার গড়িয়া এলাকায়। আগামী কাল থেকে রাজপুর সোনারপুরের বিভিন্ন ওয়ার্ডে “দিদিকে বলো” কর্মসূচি করবেন তৃণমূলের যুব কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতটি ধাপে এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন । এদিন “দিদিকে বলো” কর্মসূচির মধ্যে এনআরসি- র বিরুদ্ধে বক্তব্য উঠে আসে । আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর জেলার ৪ টি মহকুমাতে এনআরসি-র বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে । আজ সোনারপুরের “দিদিকে বলো” কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ দত্ত , ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তরুণ কুমার মন্ডল ,গড়িয়া টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ।