সানওয়ার হোসেন, দক্ষিণ ২৪ পরগণা :- মঙ্গলবার পবিত্র মহরম পালন হল। এই দিনটি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে এক শোক পালনের দিন, কিন্তু বর্তমানে অধিকাংশ জায়গায় মহরম পালিত হয় উৎসব আকারে। তেমনি এক দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জ থানার মৌসুমী দ্বীপে। এই দ্বীপে প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষের বসবাস করে। মৌসুমি দ্বীপের দু প্রান্তে চাঁদ কমিটির সদস্যবৃন্দ পরিচালনায় বাগদাঙা ও বালিয়াড়া এলাকাতে উভয় সম্প্রদায়ের মহরম উৎসব পালিত হয়। মহরম উৎসব কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম।
তাজিয়া নিয়ে পদযাত্রা ও লাঠি খেলার নানান ধরন দেখতে পাওয়া যায়।উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নেতৃত্ব বৃন্দ এবং ফ্রেজারগঞ্জ থানা আধিকারিক, জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত মালি, জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই, সুন্দরবন পুলিশ জেলার এসডিপিও অনিল রায় ও বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ। স্থানীয়রা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের এই দ্বীপের হিন্দু-মুসলিম ও আদিবাসীরা একত্রিত হয়ে এই উৎসব পালন করে থাকি।