সমরেশ রায়, কলকাতা :- দক্ষিণ কলকাতা মনোনীত বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসুর সমর্থনে মঙ্গলবার লেক মার্কেট ও লেক মলের সংযোগ স্থলে এক সমাবেশে হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নির্মলা সীতারাম। ছিলেন দক্ষিণ কলকাতার সাধারণ সম্পাদক তুষার মুখার্জি, দক্ষিণ কলকাতার সভাপতি সৈকত বসু এবং পর্যবেক্ষক রোহন চক্রবর্তী ও সোমনাথ ব্যানার্জি ভাস্কর, স্বপন বসু। এই সমাবেশে একটি বক্তব্য বার বার উঠে আসছে – রাজ্যের মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে নিচে নামানো আর দুর্নীতি বন্ধ করা। এছাড়াও বিজেপি প্রার্থীদের ওপর বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে এবং তৃণমূল প্রার্থীরা ভয় পেয়ে যাচ্ছে, হেরে যাওয়া কথা বর্ণনাও করেন। আর চন্দ্র কুমার বোসকে একটি কথা স্পষ্টভাবে বলতে দেখা যায় – আমি বসু পরিবারের বংশধর। আমি তোমাদের পাশে আছি, থাকবো। তোমরা আমায় ভোট দিয়ে জয়ী করুন – যাতে আমি দিল্লিতে বসতে পারি এবং পুনরায় প্রধানমন্ত্রীকে জেতান, আমি এই সমস্ত অপরাধ মুক্ত করব।