অলোক আচার্য, মধ্যমগ্রাম :- থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে ও সামাজিক দায়বদ্ধতা পালনে মুমুর্ষ মানুষের সেবায় রক্তদান শিবির করল মধ্যমগ্রামের রামকৃষ্ণ সরণীর বহুমুখী সামাজিক সংগঠন সোনালী শিবির। রবিবার সকালে সংঘের নিজস্ব মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেপ্রথম বর্ষ শিবিরের উদ্বোধন করেন সংঘের সভাপতি ডা:বরুণ ব্রহ্ম। রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করতে শিবিরে উপস্হিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ড. নিরজ্ঞন বন্দ্যোপাধ্যায়,কবিও প্রাবন্ধিক কালিদাস ভদ্র,সা রে গা মা পা খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী তানিয়া দাম,পৌরমাতা আত্রেয়ী গুহ সহ এলাকার বরীষ্ঠ নাগরিকবৃন্দ। বারাসত ক্যানসার রিসার্চ সেন্টার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৫১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এরমধ্যে ১২ জন মহিলা রক্তদাতা। জানালেন সংগঠনের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী কমলেশ চন্দ্র সাহা। সংঘের সদস্যদের আন্তরিকতা ছিল চোখেঁ পড়ার মতো। শুধু রক্তদান নয় সারাবছর বিভিন্ন জনসচেতনতা মুলক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকে বলে জানালেন সংগঠনের কতৃপক্ষরা। সংঘের নবীন ও প্রবীন সদস্যাদের সন্মিলিত প্রয়াসে শিবিরটি সার্থক রুপ পায়।