⏺তোমারে পড়িছে মনে⏺

চঞ্চল মিস্তিরী

তোমারে পড়িছে মনে
আজি নীপবালি কার ভীরূ শিহরনে,
যুথিকার অশ্রু সিক্ত ছল ছল মুখে
বধূর অবগুণ্ঠিত ও বুকে
তোমারে পড়িছে মনে।

হয়তো তেমনি আজ
দূর বাতায়নে
চাহিয়া বসিয়া আছো একা
বারে বারে মুছে যায়
আঁখি জল লেখা।

বারে বারে নিভে যায়
শিয়রের বাতি
তুমি জেগে থাকো
বর্ষার রাতি।

তোমার চাপার ঢালে
বসিয়া একাকী
আমি হেথা রচি গান
নব নীপ মালা
স্মরণ পারের প্রিয়া
একান্ত নিরলে বসিয়া
অকারনে জানি আমি
তোমারে পাবো না
এই গান মালা খানি
খুঁজে যায় মোর গীতি সূর।

আমার নয়নে জল নাই
বুকে ব্যাথা টলমল
এ পার ওপারে
নাই মোর কোন কূল
তুমি দেও আঁখি জল
আমি দেই ফুল।