কেডিএস :- পশ্চিমবাংলাতে ভোট মানেই অশান্তি, মারামারি -খুনোখুনী। তা আরও একবার প্রমাণ করে দিল তৃতীয় দফার ভোটে। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বলি হলেন আব্দুল কালাম টিয়ারুল শেখ। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলার রানিতলা সরকার পাড়ার অন্তর্গত বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়-এর ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই তৃণমূল ও কংগ্রেস-এর মধ্যে ঝামেলা চলছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সেখান থেকে অন্য জায়গায় গেলে আবারও বুথের সমস্যা শুরু হয়। বুথে ভোট দেওয়ার জন্য যখন টিয়ারুল ও অন্য সবাই যাচ্ছিলেন, সেই সময় বুথ থেকে ঠিক ঢিল ছোঁড়া দূরত্বে টিয়ারুল ও তাঁর ছেলে মহতাব শেখ-এর ওপর জনা কয়েক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে আচমকা হামলা করে। ধারাল অস্ত্র আঘাতে
ঘটনাস্থলে টিয়ারুল গুরুতর জখম হয়। তাকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাস্থলে টিয়ারুলের ছেলে সহ আহত হন আরো তিনজন। পরে টিয়ারুলের ছেলে মহাতাব তাঁর বাবাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকলে তখন মহাতাবকে আবার পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হামলাকারীরা। ঘটনার পর ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।