নিজস্ব সংবাদদাতা , দুর্গাপুর :- দিন কয়েক আগে এনটিপিসি কারখানা থেকে দুজন ঠিকা শ্রমিককে ছাঁটাই করা হয়। ওই ঠিকা কর্মীরা বিজেপি সমর্থক ছিল। সেই ভিত্তিতে বিজেপি কর্মীরা মিছিল করে কারখানায় স্মারকলিপি জমার জন্য। বিজেপি কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে যাওয়ার সময় তৃণমূল দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে। অপরদিকে তৃণমূল কর্মীরা এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে জানায়। তারা জানান, বিজেপি কর্মীরা সবসময় শান্ত পরিবেশকে অশান্ত করতে বিভিন্ন জায়গায় মিছিল করে, নিজেরাই বোমাবাজি করে শান্ত পরিবেশকে অশান্ত করে তোলে। পারুলিয়ার এই বোমাবাজিকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল বিজেপির মধ্যে রণক্ষেত্র। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুরের বিরাট পুলিশ বাহিনী নামানো হয় পুলিশ পিকেট।