সুমন পাত্র, ঝাড়গ্রামঃ- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা যে ৫ মার্চ ঘোষণা হবে, তা আগেই জানা গিয়েছিল। যাবতীয় জল্পনার যবনিকা সরিয়ে এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন তৃণমূলের প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা ঘোষণার পর ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবনাথ হাঁসদার নামে দেওয়াল লিখনের নেমে পরল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
দেবনাথ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি এবং ঝাড়গ্রাম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও এলাকায় যথেষ্ট পরিচিত মুখ। আর তাকেই প্রার্থী কড়ায় খুশি বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সে কারণেই প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথে প্রচারে ঝড় তুলছে তৃণমূল শিবির।