সৌগত মন্ডল, বীরভূম :- কেন্দ্রীয় সরকার এবং সি.পি. আই (এম) এর মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয় রামপুরহাট শহরের এস.ডি.ও অফিসের সামনে। এই অবস্থান কর্মসূচিতে মূল্যবান বক্তব্য রাখলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট শহর মাদার ও যুব তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দরা। অবস্থান কর্মসূচীর পর শহর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে “দিদিকে বলো ” অভিযানের সূচনা করে সাংবাদিক বৈঠক করেন পঃবঃ সরকারের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী। এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট ১নং ব্লকের সভাপতি আনারুল হোসেন, রামপুরহাট পুরসভা উপ-পুরপ্রধান সুকান্ত সরকার ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।