বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবারঃ- এই করোনা মহামারি অপেক্ষা করে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকে বিগত প্রতি বছরের ন্যায় এবছর ও শুরু হল তাল্ডাঙার মেলা। সাংসদ অভিষেক ব্যানার্জীর দক্ষ সৈনিক হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ডায়মন্ড হারবার পৌরসভার নবনিযুক্ত পর্যবেক্ষক গৌতম অধিকারীর একান্ত সহযোগিতায় ও সুবিদ আলী লস্করের তত্বাবধানে দেয়ারক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালডাঙ্গায় গাজী সাহেবের বহু প্রাচীন মেলার শুভ উদ্বোধন হল।

এই মেলা অপেক্ষা করে থাকে বহু গরীব মানুষ, যাহারা দিন আনে দিন খায়, যাহারা এই মেলায় উপার্জন করে বছরের কিছু মাস সংসারের স্বচ্ছলতা আসে, এই মেলায় কাঠের জিনিস পত্র ছাড়া আরও বিভিন্ন জিনিস পত্র বিক্রয় হয়।

আরও যে সকল নেতৃত্ব রা উপস্তিত ছিলেন তারা হলেন উমাপদ এবং পম্পা চৌধুরী সহ দেয়ারক গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও নেতৃত্ব।