সানওয়ার হোসেন, রামপুরহাট :- সুতলি বোমা ও সকেট বোমার পর এবার ডিনামাইট বোমা তৈরির বিপুল পরিমান বিস্ফোরক সামগ্রী উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট থানার বড়জোল গ্রাম সংলগ্ন এলাকায় একটি কালভার্টের নিচে তল্লাশি চালায় রামপুরহাট থানার পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী ও গুলি উদ্ধার করে, বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে এগারো হাজার ন শো কেজি আমোনিয়া নাইট্রেট ও ৮০ হাজার ডিটোনেটর। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এতো পরিমান বিষ্ফোরক এখানে কে বা কারা রেখে গেল, সে নিয়ে তদন্তে রামপুরহাট থানার পুলিশ। এছাড়াও এর সাথে জেএমবি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।