বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবারঃ- ডায়মন্ড হারবার পুরসভার প্রধান কার্যালয় ভবনের বিকল্প স্থানে নবরূপে সজ্জিত হল এবং পুরসভা পরিচালিত আরো ৭টি পরিষেবার উদ্বোধন হল ।হ’ল। যেমন কার্যনির্বাহী আধিকারিকের কক্ষ,কারিগরি বিভাগ, স্টোর রুম,দাতব্য চিকিৎসা কেন্দ্র,শববাহী গাড়ি, অভিযোগ ও আবেদন গ্রহণ কেন্দ্র এবং মিশন নির্মল বাংলা অধীন ৪টি জঞ্জাল পরিবহনের নতুন গাড়ি ও বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহ করার জন্য বিন সহ। উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক প্রশাসক সুকান্ত সাহা, সম্মানীয় অতিথিবৃন্দ দের মধ্যে ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদ, মৎস ও প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ উমাপদ পুৎকাইত, ডায়মন্ড হারবার পৌর ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, ডায়মন্ড হারবার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, ডায়মন্ড হারবার পৌর প্রশাসক মন্ডলী সদস্য পীযূষ কান্তি বারিক, পৌর প্রশাসক সদস্য রাজশ্রী দাস, সৌমেন তরফদার এবং ডায়মন্ড হারবার পৌরসভা রবীন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।