নিজস্ব সংবাদদাতা :- ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়াতে তিনজনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের নাম সুজয় চক্রবর্তী (২৭), বাড়ি মনসা বাড়ি নতুনগ্রাম। শুভ হালদার (২১), বাড়ি উত্তর হাবড়া বাবন দে (১৯) বাড়ি নতুনগ্রাম।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হাবরা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নতুনগ্রামে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি ভোজালি উদ্ধার হয়েছে। আজ এদেরকে বারাসাত আদালতে পাঠানো হয়।