অলোক আচার্য, নিউ বারাকপুর :- প্রতি বছরের মতো এবছরও বিশ্ব সেবাশ্রম সংঘ প্রাঙ্গনে মহা ধুমধাম সহকারে প্রভু জগন্নাথ দেবের উৎসব অনুষ্ঠিত হল। এই উপলক্ষ্যে রথযাত্রার দিন সকাল থেকেই আশ্রমের জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাদেবীর মহাপুজো ও যজ্ঞ সম্পন্ন হয়। পুজোর ভোগ হিসেবে নিবেদিত হয় অন্নভোগ, খিচুড়ি, নারকেল দিয়ে অড়হর ডাল, পঞ্চভাজা, পঞ্চ তরকারি, পায়েস, গজা, মিষ্টান্ন প্রভৃতি। শ্রী জগন্নাথের চরণে ১০৮ টি পদ্ম ও তুলসী পত্র নিবেদিত হয়। এছাড়াও আহুতির সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন, ভূদেবী, শ্রীদেবী প্রত্যেকরই ১০৮ বার আহুতি প্রদান করা হয়। এই মহাপুজো ও যজ্ঞ করে বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী ।
কলকাতা বিমানবন্দরে অদূরে বিশ্ব সেবাশ্রম সংঘে এই রথযাত্রা উৎসবের সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক ক্যাপ্টেন সিং সোলাঙ্কি। তিনি প্রথমে শ্রী সমীর ব্রহ্মচারীর আরাধ্যা দেবী শ্রী শ্রী বিশ্বমাতাকে দর্শন ও পুজো করেন। এরপর জগন্নাথদেবের আরতি পূজা করেন। আশ্রমের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয় জগন্নাথ দেবের প্রসাদি ধুতি। শ্রী সমীর ব্রহ্মচারী তার নিজের হাতে আঁকা রাজ্যপাল ক্যাপ্টেন সিং সোলাঙ্কির তৈলচিত্র উপহার তুলে দেন । এরপর রাজ্যপাল শ্রী শ্রী সমীর ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে ৬ ফুট লম্বা রূপার ঝাঁটা দিয়ে রথের যাত্রার পথ ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করেন।