অলোক আচার্য, ব্যারাকপুরঃ- চাকরীর পরীক্ষা দিতে এসে টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর । মৃতের নাম জানা গেছে পুজা দত্ত (২১)। সে বি.টেক কলেজ ছাত্রী বলে জানা গেছে। সোদপুর শেঠ কলোনীর বাসিন্দা পুজা দত্তর বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ, গরীব পরিবারের মেয়ে পূজা নিজের চেষ্টায় পড়াশোনা করার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চাকরীর চেষ্টা চালাচ্ছিল।
সেইমতো রবিবার ব্যারাকপুরে একটি বেসরকারী কলেজে চাকরীর পরীক্ষা দিতে আসার সময় অসাবধানতা বশত হঠাৎ ট্রেন থেকে পরে মৃত্যু হয় পুজার। বাড়ির একমাত্র মেয়ের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছে তার পরিবার। টিটাগড় থানার পুলিশ রেল লাইনের পাশ থেকে পূজার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।