নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া :- টোটো থামিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরির কোপ। স্বামীকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, ছেলেকে নিয়ে আধার কার্ড করতে যাওয়ার সময় টোটো থামিয়ে ছুরি দিয়ে আহত করে স্বামী। হাতে পেটে এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপ দেয়। এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় এই দম্পতির। স্বামী মুক্তার হোসেন গয়েশপুরের বাসিন্দা। আজ বাদুড়িয়া থানার রুদ্রপুরে অঞ্চলে ঘটনাটি ঘটে। এলাকার মানুষ গুরুতর আহত অবস্থায় তুহিন আরা বিবি কে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় স্বামীকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটলো তদন্ত শুরু করেছে পুলিশ।