সংবাদদাতা, টিটাগড় :- টিটাগড় বামনপুর এলাকায় তৃণমূল নেতা রাজু দত্তের বাড়িতে রাত আড়াইটে নাগাদ দুটি বোম ফেলে দুষ্কৃতীরা রাজু দত্তের অভিযোগ বিজেপির দুষ্কৃতীদের কাজ এটি টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অপরদিকে বিজেপি গোটা ঘটনা অস্বীকার করেছেন।