অলোক আচার্য, বসিরহাটঃ- বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পৌরসভার, টাকি শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও শিক্ষক চিন্ময় মন্ডল এর ওপর প্রকাশ্য দিবালোকে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আজ সোমবার দুপুর তিনটে নাগাদ টাকি থুবামোড় বাজার এলাকায় যুব সভাপতির ওপর এ হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী। হঠাৎ পিছন থেকে এসে লোহার রড বাশ লাঠি নিয়ে তাকে বেধড়ক মারধর করে, পাশাপাশি টাকি থুবা বাজার এলাকায় ভাঙচুর করে।

তারই প্রতিবাদে ব্যবসায়ীরা টাকি রোড অবরোধ করেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনার জেরে হাসনাবাদ থানায় তিনজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পক্ষ জানান হয়, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জের, এর সঙ্গে বিজেপি কোনরকম ভাবে জড়িত নয়, বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস ২৩ হাজার ৩২০ ভোটে বিজেপির প্রতিদ্বন্দ্বী তারক ঘোষ কে হারিয়ে পুনরায় এই বিধানসভা নিজেদের দখলে রেখেছে।

চিন্ময় বাবু বলেন, আমি এইবার টাকি পৌরসভার ও শহরে সক্রিয়ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম,তাই চক্রান্ত করে আমাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ঘটনাস্থলে র‍্যাপ ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।

টাকি থুবা বাজার সমিতির সভাপতি বিকাশ রায়ের নেতৃত্বে দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।