নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া :- কাঁচরাপাড়ায় তৃণমূল নেত্রী আলোরানী সরকারের বাড়িতে তৃণমূলের সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত কাঁচরাপাড়া। মোতায়েন করা হয়েছে ব়্যাফ৷ এদিন সাংগঠনিক বৈঠককের জন্য তৃণমূলের শীর্ষস্তরের নেতা-মন্ত্রীরা কাঁচরাপাড়ায় এলে তাদেরকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ তৃণমূলের দাবি, এদিন সকাল থেকে দলীয় কার্যালয়ের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হন৷ বেলার দিকে একে একে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, মদন মিত্রের মতো শীর্ষস্তরের তৃণমূল নেতারা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন৷ অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে৷ প্রথমে পুলিশ ওই বিজেপি কর্মী সমর্থকদের হঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে৷ তবে তাতে কোনও লাভ হয়নি৷ তাই ঘটনাস্থলে নামানো হয় ব়্যাফ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে৷ অশান্তির আশঙ্কায় কাঁচরাপাড়া স্টেশন রোড থেকে গান্ধীমোড় পর্যন্ত দোকানপাটও বন্ধ। রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও ব়্যাফ৷ আপাতত একাংশের যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ এমনকি বিজেপি কর্মী সমর্থকরা কাঁচরাপাড়া স্টেশনে ২০ মিনিট রেল অবরোধ করে।