সানওয়ার হোসেন, জয়নগর :- কাজ সেরে কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গণধর্ষনের শিকার হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বহরু ষ্টেশন সংলগ্ন এলাকায়। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় দুই যুবক।
অন্যান্য দিনের মতোই গতকাল কলকাতা থেকে কাজ সেরে ডাউন কাকদ্বীপ লোকাল ট্রেনে চেপে বাড়ী ফিরছিলো বহরু অঞ্চলের উত্তরপাড়ার এক গৃহবধূ। ট্রেন লেট থাকায় বহরু ষ্টেশনে রাত ১০:৩০ মিনিটে নামে ওই গৃহবধূ। তারপর এলাকার এক মহিলার সাথে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় অন্ধকার রাস্তায় তাদের পথ আটকে দাঁড়ায় তিন যুবক। ওই গৃহবধূর সঙ্গী পালাতে সক্ষম হলেও তিন জনের হাত থেকে রেহাই পায়নি সে, টেনে হিচড়ে তাকে একটি সবেদা বাগানের মধ্যে নিয়ে যায় তিন যুবক। সেখানেই তারা একের পর এক গণধর্ষণ করে বলে অভিযোগ ওই গৃহবধূর। ইতিমধ্যে তার সঙ্গী শ্রীপুর গ্রামের মানুষকে গিয়ে জানায়, গ্রামের মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। ততক্ষণে তিন যুবক গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায়। বাগান থেকে গৃহবধূকে উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ওখানেই প্রাথমিক চিকিৎসার পর জয়নগর থানায় ওই তিন যুবকের নামে অভিযোগ করে গৃহবধূ। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ রাজেশ খান ও সাহিল হালদার নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসা বাদের পর রোহিত লস্কর নামে আরও এক যুবকের নাম জানতে পারে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রইচ লস্কর। পুলিশ তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। আজ দুজনকে বারুইপুর আদালতে তোলা হবে।