সনাতন গরাই, দুর্গাপুর :- কাঁকসার বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে ছয়টা শ্রেণীকক্ষে গোটা গ্রামের বাচ্চারা পড়াশোনা করে।ছয়টা শ্রেণীকক্ষে শিক্ষকের সংখ্যা ৪,অবসরপ্রাপ্ত একজন গ্রাম্য দৃষ্টিহীন শিক্ষক প্রত্যেকদিন আসেন তাই একটু হলেও উপকার হয় বর্তমান শিক্ষকদের।কিন্তু জীবনকে হাতে করে নিয়ে পঠনপাঠন চলে শিক্ষক থেকে ছাত্র ছাত্রীদের জীবন।স্কুলের দেওয়ালে বড়বড় ফাটল,হুস নেই শিক্ষাদপ্তরের।
এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বাপি হাজরা জানান আমরা শিক্ষাদপ্তরে চিঠি করেছিলাম। কিছুদিন পর সেই চিঠি আবার ঘুরে আমাদের হাতে চলে এসেছে।এবং ঘুরে আসা চিঠিতে লেখা ছিল “পর্যাপ্ত ফান্ডে টাকা না থাকায় কিছু দেওয়া গেল না।যেই স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রীর জীবন আছে। সেই স্কুলের ই এই অবস্থা।স্কুলের প্রধান শিক্ষক জানান আমাদের স্কুল থেকে যতটা পারি এই ফাটল মেরামতের চেষ্টা করি।অনেক দিন আগে থেকেই স্কুলের এই ভগ্ন অবস্থা।যেকোনো সময় দেওয়ালের চাঙ্গর মাথার উপর পড়তে পারে ছাত্র ছাত্রীদের থেকে শিক্ষকদের,এবং বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।সংবাদ মধ্যেমের খবরের জেরে কি নড়েচড়ে বসবে শিক্ষাদপ্তর নাকি জীবন হাতে করে নিয়েই করতে হবে পড়াশোনা,এখন দেখার এটাই।