নিজস্ব সংবাদদাতা, বনগাঁ :- একি কান্ড! প্রতিবেশীর সঙ্গে জমি বিরোধকে কেন্দ্র করে হুমকি দিয়ে শূন্যে গুলি চালালো প্রাক্তন বিএসএফ সেনা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে রবিবার বনগাঁ থানার শক্তিগড় এলাকায়।প্রাক্তন বিএসএফ কর্মী জমি নিয়ে বিবাদের জেরে যে প্রতিবেশীর বাড়িতে গিয়ে শূন্যে গুলি চালাবে তা কেউই ভাবতে পারেনি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র গুলি সহ অভিযুক্ত আটক করেছে। অভিযুক্ত প্রাক্তন বিএসএফ কর্মীর নাম শ্যামল বিশ্বাস। প্রতিবেশী মুকুন্দ সরকারের বাড়ি গিয়ে হুমকি দিতে থাকে এবং শূন্যে এক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ ওই প্রাক্তন সেনা কর্মীকে আটক করে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।