Advertisement

অলোক আচার্য, দমদম :- জন্মদিন পালন একটু অন্যভাবে কাটালেন বিশিষ্ট সংগীত শিল্পী তানিয়া দাম। বুধবার সকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সঙ্গে করে নিয়ে সোজা দমদম মেট্রো স্টেশনে গিয়ে অসহায় অনাথ শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের নিজ হাতে সকালের টিফিন কচুরি জিলিপি তুলে দেন। অসহায় ছেলেমেয়েরা বেজায় খুশী সকালের প্রাতঃরাশ পেয়ে। পেট ভরে খেলেন শিশুরা ও বৃদ্ধারা।

সা রে গা মা পা খ্যাত প্রতিষ্ঠিত সংগীত শিল্পী তানিয়া দাম জানালেন, প্রতিবছরই বাড়িতে সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবিকাদের নিয়ে জন্মদিন পালন করে থাকি। এবছর বুধবার সকালে একটু ভিন্ন ভাবে দমদম মেট্রো স্টেশনে কাউন্টারে অসহায় শিশু কিশোরদের ও বৃদ্ধাদের পাশে দাড়িয়ে নিজ হাতে সকালের প্রাতরাশের সামান্য খাবার তুলে দিলাম। নিজে আনন্দ পেলাম অসহায় শিশুদের মুখেএকটু ক্ষনিকের হাসিঁ ফুটল। উল্লেখ্য নিউবারাকপুর এস এন ব্যানার্জী রোডে জনপ্রিয় প্রবাদপ্রতিম প্রথতিযশা সংগীত শিল্পী তানিয়া আরোও জানালেন গান বাজনার পাশাপাশি আর্ত পীড়িত শিশুকিশোরদের পাশে থেকে দাড়িয়ে সেবার কাজ করে যেতে চায় সারাবছর। দুর্গাপুজোয় এলাকায় দুঃস্হ পরিবারের ছেলেমেয়েদের নতুন পোশাক ও দিয়েছেন জানালেন তানিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + eleven =