অলোক আচার্য, নিউ বারাকপুরঃ- জগদ্ধাত্রী পূজার দিন সোমবার বিকেলে হিন্দু মুসলমান জাতিধর্ম নির্বিশেষে এলাকার গরীব মা-বােনের হাতে নতুন তাঁতের শাড়ি উপহার দিল বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী জানালেন—‘আত্মার মুক্তি ও মােক্ষের সাথে সাথে আর্তমানবের সেবাই আমাদের ব্রত। তাই দেবী পূজার সঙ্গে সঙ্গে মানব পূজাও হৃদয় দিয়ে করি। আমরা দুর্গাপূজাতেও ৫০০০ পথশিশু এবং গরীব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলাম।’

উল্লেখ্য, লকডাউনের পরদিন থেকেই টানা ৫৫ দিন ধরে কয়েক হাজার মানুষকে প্রতিদিন খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করেছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আষ্ফানেও মশারী, ত্রিপল, শুকনাে খাবার ৭২টি গ্রামে পৌঁছে দিয়েছেন শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারীর নেতৃত্বে সঙ্ঘের ব্রহ্মচারী ও কর্মীবৃন্দ।
তাই পূজার দিনগুলিতে জাতিধর্ম নির্বিশেষে তাঁরা যে গরীব মানুষকে নিয়ে পূজার আনন্দে মাতবেন এটাই স্বাভাবিক।