সংবাদদাতা, জগদ্দল :- জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ চব্বিশ জন সদস্য সাংসদ অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। পাশাপাশি ঋষি বঙ্কিম ব্লক দুই নং টিএমসিপি সভাপতি অমিত শর্মা সহ বহু ছাত্র নেতা একই সাথে গেরুয়া শিবিরে যোগদান করলেন।
এই প্রসঙ্গে জগদ্দল বিধানসভা টিএমসিপি সভাপতি সুব্রত দাস জানান, প্রধান মন্ত্রীর উন্নয়ন যোগ্যে সামিল হওয়ার জন্য নব নির্বাচিত সাংসদ অর্জুন সিং এর হাত ধরে কর্মীরা বিজেপি তে যোগদান করেছেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ।