অলোক আচার্য, নববারাকপুরঃ- ছেলে কর্মসূত্রে বিদেশে। ১০ মে ছেলের ৩৫ তম জন্মদিন। বাবা মা ছেলের জন্মদিন উপলক্ষে অনাথ গরীব বাচ্চাদের দুপুরের এক বেলার আহার তুলে দিলেন এক অনাথ আশ্রমে।

মঙ্গলবার দুপুরে নববারাকপুর রামকৃষ্ণ রোড নিবাসী প্রাক্তন আমলা ড. স্বপন কুমার সিনহা তার একমাত্র ছেলে সোহম সিনহার শুভ জন্মদিন উপলক্ষে মধ্যমগ্রাম সাহাড়া ব্যানার্জী পাড়া ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের ৬০ জন গরীব ছেলে মেয়েদের দুপুরের খাবারের এক প্যাকেট করে বিরিয়ানি খাবার বসিয়ে আহার করান। পাশাপাশি অনাথ ছেলে মেয়েদের শিক্ষণ সামগ্রী ও বিলি করেন।

ছেলে কর্মসূত্রে সিঙ্গাপুরে। বাবা মা ও পরিবার লোকজন খুশি। এইসব অসহায় গরীব ছেলে মেয়েদের আহার তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোঁটাতে পেরে গর্বিত ও আনন্দিত বললেন ড. স্বপন কুমার সিনহা। প্রতি বছরই একটু ভিন্ন ভাবে সমাজের বিভিন্ন গরীব ছেলে মেয়ে বা বরিষ্ঠ নাগরিকদের, কখনও শুকনো খাবার বা জামা কাপড় আবার কখনও বা অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে সারাদিন কাটিয়ে ছেলের জন্মদিন পালন করা হয়। একটা আলাদা আনন্দ উপভোগ করি পরিবার। ছেলে ও খুশি। মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী ও।