সানতন গরাই, দুর্গাপুর :- রাজনৈতিক কারণে তোলপাড় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়।মঙ্গলবার এবিভিপির ডেপুটেশন দেওয়াকে কেন্ড করে উত্তপ্ত হয়েছিল দুর্গাপুর মহাবিদ্যালয়। ফের বৃহস্পতিবার এসএফআই এর কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হলো কলেজ ক্যাম্পাস। বৃহস্পতিবার ছাত্র ফেডারেশনের একটি দল মিছিল করে কলেজে আসে। তারা জানায়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আগে সব কলেজেরই একই দশা। ঠিক সময় হয় না পরীক্ষা, সময়ে পাওয়া যায় না রেজাল্ট। এই সবের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ করে। তাদের দাবি, আমরা মিছিল করে আসার সময় তৃণমূলের ছাত্র সংগঠন আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা কলেজে ছাত্র ভর্তির নামে বহু টাকা নিয়েছে, সেই কাটমানি অবিলম্বে ফেরৎ দেওয়া হোক।অপরদিকে, তৃণমূল ছাত্রপরিষদের ছাএরা পাল্টা জানান, বহিরাগত লোকেরা বিভিন্ন সময় উল্টোপাল্টা করে কলেজে অশান্তির সৃষ্টি করে।