পান্ডব গরাই, পুরুলিয়া:- আজ ছটপুজো উপলক্ষে এলাকার মানুষদের সাথে মেতে উঠলেন কাশিপুর বিধানসভার বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া । কাশিপুর বাজার পরিক্রমা করে এদিন দ্বারকেশ্বর নদীতে এসে সূর্যমূর্তি স্থাপন করে পুজোর শুভারম্ভ করেন কাশিপুরের এই বিধায়ক ।
শনিবারের এই পদযাত্রায় ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো । এদিনের এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা বিধায়ক জানান, ‘এবছর তৃতীয় বর্ষে পদার্পন করলো কাশিপুরের ছট পুজো । এই ছট পুজোয় থেকে সত্যিই আনন্দ উপভোগ করছি, ভক্তদের সাথে আমরাও শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছি আর আজকের দিনে আমি বিধায়ক হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবেই আজকের এই পুজোয় যুক্ত হয়েছি ও সূর্যদেবতার মূর্তি স্থাপন করেছি ।’
এদিন দ্বারকেশ্বর থেকে ছটপুজো সেরে এসে বিধায়ক এলাকার হতদরিদ্র মানুষদের বস্ত্র বিতরণও করেন । তিনি বলেন, ‘দুর্গাপুজোর আগে থেকেই চলছে বস্ত্রবিতরণের কাজ, প্রায় রোজই আমার বিধানসভার বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করে থাকি আমি, দরিদ্র ওই মানুষদের দেখে সত্যিই খারাপ লাগে আর তাই দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত ।’