সানওয়ার হোসেন, দক্ষিণ ২৪ পরগণা :- চোরের মায়ের বড়ো গলা! ধেড়ে খোকা! মোদি ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভা মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাতুয়ার সমর্থনে মন্দির বাজারের আচনা মাঠে। জনসভায় উপস্থিত ছিলেন মন্দিরবাজার, কুলপি ও রায়দিঘি বিধানসভার বিধায়ক গণ, কূল্পি তৃণমূল যুব সভাপতি তারকনাথ, মন্দির বাজার ব্লক সভাপতি আলোক ভট্টাচার্য, রাজ্যসভার সংসদ শুভাশীষ মুখার্জি প্রমুখ। এই সভা আগামী কাল হওয়ার কথা ছিল কিন্তু ইলেকশন কমিশনের হটকরিতার জন্য আজ করতে হলো মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন অমিৎসহ বহিরাগত দের নিয়ে এসে বিদ্যাসাগর মূর্তি ভেঙেছে। এদিন মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের ছয় কিলোমিটার দূরত্বে প্রধান মন্ত্রী ও মুখ্য মন্ত্রীর জনসভা ছিল, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন তিনি দেশের শ্রেষ্ঠ মিথ্যুক, চক্রান্ত বাজ।