চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :-
পিরোজপুর জেলার মঠবারিয়া উপজেলা দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের এক হতো দরিদ্র কৃষক এর তিনটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।চুরির ঘটনা টি বুধবার রাতে গোয়াল ঘরের দরজা তালা ভেঙ্গে দূভিওরা তিনটি গরু চুরি করে নিয়ে জায়। স্থানীয় কৃষক শ্রী যতিষ চন্দ্র বালা, পিতা মৃত যাদব চন্দ্র বালা জানান জে কোরবানির হাটের বিক্রির জন্য দুী ষাড় ওআর কয়টি গাভি গত বছর ধরে লালন পালন করে আসছে।জার বতর্মান বাজার মুল্য দুই লাখ টাকা।তিনি জানান যে গভীর রাতে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। সকালে গুম থেকে উঠে দেখে গোয়াল গরের দরজা খোলা তালা ভাঙা। এবং গোয়ালের ভিতর গরু নেই সেরা তিনটি।অনেক খোঁজার পরও পায়নি