মোর্তজা আহমেদ, নদিয়া :- আজ নদিয়া জেলার চাপড়াতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বেসরকারি ব্যাংকের কর্মীর। মৃতের নাম বিট্টু কর্মকার (৩০)। সে কৃষ্ণনগর কালিনগর এলাকায় বাসিন্দা। জানা গিয়েছে, দুই ব্যাঙ্ক কর্মী বাইক চালিয়ে যাওয়ার সময় লরিতে সরাসরি ধাক্কা মারে। চাপরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। ঘাতক লরিকে আটক করা হয়েছে ।