সংবাদদাতা, বারাসত :- বুধবার রাত দশটা নাগাদ বারাসাতে গুরুত্বপূর্ন জাতীয় সড়কে চলন্ত লরি তে লাগে বিধ্বংসী আগুন । স্টার্ট বন্ধ করে চালক সরে পড়লেও প্রায় আধঘন্টা সময় ধরে জ্বলতে থাকে ।এই সময় জাতীয় সড়ক হয়ে যায় অবরুদ্ধ । যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত থাকে । দমকল এসে আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনলেও ও বিচূলি ভস্মীভূত। গাড়িটিও কার্যত পুড়ে প্রায় পরিবহন অযোগ্য হয়ে ওঠে ।

প্রত্যক্ষ দর্শীদের মতে আচমকাই বারাসাত রথ তলা মোড় এর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বিচুলি বোঝাই লরিটি তে আগুন ধরে যায়। জানা গ্যাছে , গাড়িটি মধ্যমগ্রামের দিক থেকে বারাসাতের দিকে আসছিল। সেই সময় হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। ড্রাইভার এবং খালাসি আগুন দেখতে পেয়ে গাড়ি রেখে এলাকা ছেড়ে চম্পট দেয়। এরপর এই আগুন ভয়াবহ আকার ধারণ করে। বারাসাত রথ তলা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। জাতীয় সড়ক হয়ে যায় অবরুদ্ধ । স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে দমকল কে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।নামপ্রকাশে অনিচ্ছুক দমকল কর্মীর প্রাথমিক অনুমান , গাড়িতে ছুঁড়ে ফেলা জ্বলন্ত বিড়ি বা সিগারেট অথবা দেশলাইয়ের থেকেই আগুন লেগেছে । সঠিক কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।