সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের ইস্পাত কলোনীর চণ্ডীদাসে একটি ফলের দোকানে হটাৎ আগুন লেগে যায়।স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেওয়া হয়।জানা গেছে ওই ফলের দোকানটিতে প্রচুর ফল মজুত ছিলো।এলাকার মানুষ আগুন দেখে নেভাবার চেষ্টা করে।

পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।দোকানের প্রায় সর্বস্ব পুড়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ।কি কারণে আগুন লাগলো পুলিশ তদন্ত শুরু করেছে।