সংবাদদাতা, হাবড়া :- ঘুমের মধ্যে সাপে কামড়ে মৃত্যু ছাত্রীর। মৃতার নাম জয়ন্তী দেব (১৩)। সে গোবরডাঙ্গা এক নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর আট ফ্যামিলি ও জয়ন্তি প্রীতিলতা খাটুরা গার্লস হাই স্কুল নবম শ্রেণীতে ছাত্রী। জানা গিয়েছে, গতকাল রাত বারোটার সময় প্রচন্ড শরীর জ্বালাপোড়া করে সে বাবা জ্যোতির্ময় দেব ও মাকে ডাকে। তাদের পাশে কোন ডাক্তার বাবুর কাছে নিয়ে যায়। ডাক্তারি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে ছেড়ে দেয়। তখনও তার গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা করছিল। বাড়ির লোক আর দেরি না করে। ভোর পাঁচটার সময় হাবড়া স্টেট জেনারাল হসপিটাল নিয়ে আসে। ডাক্তারবাবু দেখার পর তাদের পরিবারকে জানাই তার মেয়েকে সাপে কামড়েছে তার জন্যই মৃত্যু হয়েছে।