কেডিএস, বাগদা :- এলাকার পানীয় জলের একমাত্র গভীর নলকূপ প্রায় বছর খানেক ধরে খারাপ হয়ে রয়েছে, সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের হরিনগর এলাকায়। পঞ্চায়েত, বিডিও সহ বিভিন্ন দপ্তরে জানিয়ে কোন ফল না মেলায় মঙ্গলবার বনগাঁ দত্তপুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা। হরিনগর এলাকায় প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর বাগদা থানার পুলিশে এসে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় পড়ুয়া ও স্থানীয়রা।
স্থানীয়দের বক্তব্য কল খারাপ থাকায় স্কুলের বাচ্চারা অগভীর নলকূপের জল খেয়ে পেটের রোগে আক্রান্ত হচ্ছে৷ আর্সেনিকের প্রভাব ছড়িয়ে পড়তে পারে গ্রামে।