নিজস্ব সংবাদদাতা :- গারুলিয়া পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। গারুলিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৯ জন তৃণমূল, একটি কংগ্রেস ও একটি ফরওয়ার্ড ব্লক ছিলো। সেখান থেকে ১৯ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে পরবর্তীকালে বিজেপি ছেড়ে ১৩ জন তৃণমূল প্রত্যাবর্তন করে ফলে বর্তমানে এই পৌরসভার সমীকরণ রয়েছে ১৩জন তৃণমূলের, বিজেপির ৭ জন ও ফরওয়ার্ড ব্লকের ১ জন। তার মধ্যে কংগ্রেসের কাউন্সিলার বিজেপিতে যোগদান করেন । সেই অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার বিচারে তৃণমূল কংগ্রেস এই পৌরসভার দখল করে। গারুলিয়া পৌরসভার তৃণমূলের পুরপ্রধান নির্বাচিত হলেন সঞ্জয় সিং। তিনি ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। প্রত্যাশিত ভাবেই তৃণমূল তাদের বোর্ড তৈরি করে। যদিও এই সভায় উপস্থিত ছিলেন না বিজেপির কোনো কাউন্সিলর।