সংবাদদাতা, গাইঘাটা :- গাইঘাটা চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্টস কলেজে ছাত্রীদের হোস্টেল পুরুষ প্রবেশ ও কলেজের একাধিক অভিযোগে কলেজ গেটে তালা দিয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। উত্তর ২৪ পরগনা গাইঘাটা চাঁদপাড়া ফাইন আর্টস কলেজের লেডিস হোস্টেলের কলেজের এক অধ্যাপক তার পরিবার নিয়ে থাকেন তারা ছাত্রীদের উপর নিভিন্ন ভাবে মানসিক অত্যাচার করেন, অধ্যাপক ও তার স্ত্রী না থাকলে তার ছেলে বহিরাগত ছেলেদের নিয়ে হোস্টেলের ভিতরে প্রবেশ করেন এবং ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এছাড়া ও কলেজের পোসপেকটার্সে ২২ টি পরিসেবার উল্লেখিত থাকলেও তার মধ্যে দু’একাটি ছাড়া কিছুই পড়ুয়াদের দেওয়া হয় না, এমন কি কলেজের ভুল ছবি দিয়ে ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করার অভিযোগ করে বিক্ষুব্ধ পড়ুয়ারা। কলেজের বিভিন্ন খাতে টাকা নেওয়া হলেও তা ছাত্র-ছাত্রীদের স্বার্থে ব্যবহার করা হয় না l এমনই নানাবিধ অভিযোগ নিয়ে আজ কলেজ গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা l দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ চলাকালীন কলেজের ভিতরে আটকে পরে অধ্যাপক অধ্যাপিকা। যদিও পড়ুয়াদের দাবি তারা কলেজ বন্ধ করেছে অধ্যাপক বা অধ্যাপিকাদের নয়। ছাত্র-ছাত্রীদের দাবি তাদের অভাব-অভিযোগ যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে।

এই বিষেয়ে কলেজের সভাপতি বলেন তিনি এসবের কিছু জানেন না। বার বার কলেজ কর্তৃপক্ষেকে ফোন করে কোন জবাব পাওয়া যায় নি।