সনাতন গরাই, দুর্গাপুর :- লাগাতার দুর্ঘটনা দুর্গাপুরের ২নং জাতীয় সড়কের উপর।ফের গরুকে বাঁচাতে গিয়ে পেছনের গাড়ির ধাক্কায় উল্টে গেল পাঁচ যাত্রী বোঝাই টাটাসুমো গাড়ি।শুক্রবার দুপুরে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার সময় ২নং জাতীয় সড়কের উপর পেয়ালা মোড়ের কাছে ঘটে।গুরুতর জখম হয় টাটাসুমো গাড়ির চালক সহ পাঁচজন।এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।স্থানীয় মানুষ ও স্থানীয় ট্রাফিকের তৎপরতায় তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার পর গরুটি জাতীয় সড়কের উপর দিয়ে পালানোর চেষ্টা করলে ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটে গরুটির।দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে দেয়।