সানওয়ার হোসেন, কুলতলি :- গভীর রাতে দক্ষিন ২৪ পরগনার কুলতলিতে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৬ দুষ্কৃতী। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ যৌথ উদ্যোগে হানা দিয়ে কৈখালি বাজার সংলগ্ন এলাকা থেকে হাতেনাতে ৬ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা কৈখালি গেস্ট হাউসে ডাকাতি করার উদ্দেশ্যে জড় হয়েছিল। এবং উত্তর ২৪ পরগণা থেকে এখানে ডাকাতি করতে এসে। ধৃতদের নাম খালেক মন্ডল (৩৩), মঈদুল ইসলাম (৩৫), নুর হোসেন গাজি ওরফে অসীম (২০), কুতুবউদ্দিন মোল্লা (২১), গোপাল মন্ডল (২২) এবং সঞ্জীব চক্রবর্তী (২১)। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয়েছে ৬ টি সিঙ্গেল ব্যারেল লম্বা পাইপ গান, ১টি ওয়ান সাটার পাইপ গান, ১২ বোরের ২০ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড এইট এমএম কার্তুজ, ২টো তাজা বোমা ও ৪টি মোবাইল । পুলিশ জানিয়েছে, এরা ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে বারুইপুর মহাকুমা আদালতে তোলা হচ্ছে।