সনাতন গরাই, দুর্গাপুর :- গত জুন মাস থেকে অমিল সি এন জি গ্যাস। রাজনৈতিক মহল থেকে প্রশাসন কে জানিয়েও কোনো লাভ হয় নি। বিগত কয়েকদিন আগে অটো বন্ধ দেখে বিক্ষোভ দেখায়। অন্যদিন পৌরসভার দরজায় গিয়ে বিক্ষোভ, কখনো ইউনিয়ন অফিসে তালা লাগিয়ে তীব্র বিক্ষোভ দেখিয়েও কোনো কাজ হয়নি। ফের সোমবার ইন্ডিয়ান ওয়েল এরিয়া অফিসের সামনে বিক্ষোভে বসে অটো চালকরা।অটো চালকরা জানান, পার্শ্ববর্তী এলাকা আসানসোলে স্বাভাবিক ভাবে চলছে অটো সেখানে সি এন জি পরিষেবাও ঠিক ঠাক।কিন্তু দুর্গাপুরে মিলছে না কেনো সি এন জি? তাহলে কি আমাদের না খেয়ে মরতে হবে।কি করে চলবে সংসার। অটো চালকদের দাবি এবার যদি সম্যসা না মেটে তাহলে তীব্র আন্দোলনে নামবো।
দুপুর গড়াতেই তারা নেমে যায় সিটিসেন্টারে রাস্তা অবরোধে। অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু পুলিশের কোনো কথা শুনতে নারাজ অটো চালকরা। সিটিসেন্টার চত্বরে প্রবল যানজটের সৃষ্টি হয়।তাদের দাবি ১৭জুন থেকে সিএনজির অভাবে আমাদের অটো পরিষেবা বন্ধ। আমাদের পাশাপাশি সম্যসাই নিত্যযাত্রীরা। এবার সিএনজি না এলে আমরা আরো বড়ো আন্দোলনে নামবো।