সানওয়ার হোসেন, বীরভূম :- গতকয়েক দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেন বীরভূমের মহম্মদ বাজারে কয়লাখনি স্থাপন হবে, এতে কর্মসংস্থান বাড়বে।
কয়লাখনি তৈরি হলে, উচ্ছেদের আশঙ্কায় বীরভূমের মহম্মদবাজারে আদিবাসী সংগঠনের পথ অবরোধ করে এদিন । একইসঙ্গে উত্তরপ্রদেশের শোনভদ্রে আদিবাসী হত্যার প্রতিবাদ। মহম্মদবাজার ব্লকের পাঁচামিতে কয়লা উত্তোলনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লাখনি তৈরি হলে, এলাকার জঙ্গল ধ্বংস হবে, উচ্ছেদ করা হবে আদিবাসীদের। এই আশঙ্কায় আজ সকাল ৯টা থেকে জয়পুর মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী গাঁওতা সংগঠনের সদস্যরা। একইসঙ্গে উত্তরপ্রদেশের শোনভদ্রে ১০ জন আদিবাসীকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তিরও দাবি জানান তাঁরা। অবরোধের জেরে ভোগান্তির শিকার হয় নিত্য যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।