সানওয়ার হোসেন, বিশেষ সংবাদদাতা :- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে ভোট প্রচারে গিয়ে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ক্ষমতা থাকলে কাশ্মীরের ৩৭০ ধারা পুনর্বহাল করে দেখাক। এই হুঙ্কার কার্যত বিরোধীদের এক কড়া বার্তা দেওয়া। রবিবার মহারাষ্ট্রের জলগাঁও ও সাকোলিতে পৃথক দুটি নির্বাচনী প্রচারে গিয়ে উপত্যকায় ৩৭০ ধারা প্রসঙ্গে কংগ্রেসকে এক হাত নিলেন নরেন্দ্র মোদি৷ খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ক্ষমতা থাকলে বিরোধীরা ৩৭০ ধারা ফিরিয়ে আনুক৷’
মোদির কথায়, “কাশ্মীর আমাদের দেশের অংশ, আমাদের দেশের মাথা৷ কাশ্মীরকে টুকরো টুকরো করিনি, বরং কাশ্মীরবাসীর উন্নয়নের স্বার্থেই ৩৭০ ধারা আমরা বাতিল করেছি।”
Home Latest News ক্ষমতা থাকলে বিরোধীরা ৩৭০ ধারা ফিরিয়ে আনুক, মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে চ্যালেঞ্জ...